বিনোদন প্রতিবেদক :
প্রথমবারের মতো বাবা হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
১ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী মেহের আয়াত জেরিনের কোলে জন্মগ্রহণ করেছে ফুটফুটে এক কন্যাসন্তান।
খবরটি নিশ্চিত করেছেন ইমরানের ঘনিষ্ঠজন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমাদের ভাতিজি পৃথিবীর আলোতে এসেছে। মা-মেয়ে দুজনে আল্লাহর রহমতে সুস্থ আছেন। ইমরান ভাই তাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। কন্যার নাম এখনও চূড়ান্ত করা হয়নি।’
সৌদি আরবের সিনেমা উৎসবে তারার মেলা, আলোচনায় ঐশ্বরিয়া
ইমরান মাহমুদুল ২০২৩ সালের ২৪ মে পারিবারিক উদ্যোগে মেহের আয়াত জেরিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ইমরানের সংগীত যাত্রা শুরু হয় ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠের মঞ্চ থেকে। এরপর তিনি একক শিল্পী ও সংগীত পরিচালক হিসেবে নিয়মিত কাজ করছেন।
গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের সংগীত অঙ্গনে সক্রিয়। তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে এবং তার সুরে অনেক শিল্পীরা গান করেছেন। সংগীতের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।
















