বিনোদন প্রতিবেদক :
মোহাম্মদ আলী মুন্নার পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘প্রেম পুকুর’-এ অভিনয় করছেন শেলী আহসান ও সানজিদা কানিজ। নাটকটির চিত্রনাট্য লিখেছেন সুজিত বিশ্বাস।
শেলী আহসান নাটকটি নিয়ে বলেন, “গল্পটি সুন্দর। অভিনয়ের অভিজ্ঞতাও ইতিবাচক।”
সানজিদা কানিজ বলেন, “দীর্ঘ বিরতির পর আবার কাজ করছি। শেলী আপার সঙ্গে কাজ করে ভালো লেগেছে।”
‘প্রেম পুকুর’ নাটকটি শিগগিরই একটি চ্যানেলে প্রচারিত হবে। উল্লেখ্য, ২০০৮ সালে ‘আতঙ্ক’ নাটকে এবং ২০১২ সালে ‘বয়রা পরিবার’ নাটকে সানজিদা সর্বশেষ অভিনয় করেছিলেন।