নিজস্ব প্রতিবেদক :
জনবিচ্ছিন্ন কয়েকজন সংসদ সদস্যকে বাদ দিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আরো দুই বিভাগে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ।
শুক্রবার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হলেও কোন দুই বিভাগে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে তা সাংবাদিকদের জানাননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আজকে (শুক্রবার) দুটি বিভাগে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে। তবে কোন দুটি বিভাগ সেটা প্রকাশ করা হবে না।’
‘আজকের চূড়ান্ত হওয়া দুটি বিভাগে বর্তমান বেশ কয়েকজন সংসদ সদস্য বাদ পড়েছে,’ যোগ করেন ওবায়দুল কাদের।
তবে বিজয়ী হবেন এমন সংসদ সদস্যদের বাদ দেয়া হয়নি জানিয়ে তিনি বলেন, ‘যাদের বাদ দেয়া হয়েছে তারা বিজয়ী হবেন না।’
আর যারা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন, তাদেরকে আওয়ামী লীগের প্রার্থী তালিকা থেকে বাদ দিয়ে নতুনদের মনোনয়ন দেয়া হয়েছে বলে জানান দলের সাধারণ সম্পাদক।
এবার আওয়ামী লীগ ‘ভিন্নভাবে প্রার্থী’ দিতে চায় জানিয়ে তিনি আরো বলেন, তালিকা চূড়ান্ত করার পর একসঙ্গে ৩০০ আসনের নৌকার প্রার্থী ঘোষণা হবে।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।
তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।
তফসিল ঘোষণার পর শুরু হয় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ। চারদিন ফরম বিতরণ শেষে প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা।
প্রথমদিনেই রাজশাহী ও রংপুর বিভাগে ৭২টি আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। ওই দুই বিভাগেও বেশ কয়েকজন বর্তমান সংসদ সদস্যকে বাদ দেয়া হয় বলে জানান ওবায়দুল কাদের।
এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, বিএনপি দল হিসেবে নির্বাচনে না এলেও তাদের অনেক নেতা প্রার্থী হতে পারেন।
‘বিএনপি একেবারেই আসবে না বিষয়টা নয়। দল না হলেও প্রার্থী হিসেবে বিএনপির অনেকে আসতে পারেন।’ ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে। চোরাগোপ্তা হামলা করে নির্বাচন বন্ধ করা যাবে না।’
এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের মনোনয়ন ফরম কেনা নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘সাকিব আল হাসান রাজনীতি করতে চান। তার অধিকার আছে রাজনীতি করার।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আসন্ন ভোটে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার লক্ষ্যে ঢাকা-১০ এবং মাগুরা-১ ও ২ আসনে মনোনয়ন ফরম কিনেছেন।
ফরম জমা দেয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে গিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে এসেছেন।