বুধবার , ১০ জানুয়ারি ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

গণতান্ত্রিকভাবে প্রস্থানের পথ হারিয়েছে সরকার: রিজভী

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১০, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একতরফা ও প্রতারণার নির্বাচন করে গোটা জাতিকে ধোকা দিয়েছে সরকার। আমরা এই নির্বাচনকে বর্জনের ডাক দিয়েছিলাম। আপনারা দেশপ্রেমিক জনগণ ঠিকই ভোট বর্জন করে সরকারকে লালকার্ড দেখিয়ে দিয়েছেন। শেখ হাসিনা গায়ের জোরে নির্বাচন করে গণতান্ত্রিকভাবে প্রস্থানের পথ হারিয়েছেন।

জনগণ আজ রুখে দাঁড়িয়েছে। তারা কর্তৃত্ববাদী শাসন বারবার মানবে না। আপনার এই সরকারের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান।

বুধবার সকালে রাজধানীর গুলশান-১ নম্বরে ইম্পেরিয়াল ভবনের সামনে ও আশেপাশে ধন্যবাদ ও সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে তিনি এসব কথা বলেন। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ সময় পথচারী, রিকশাচালক ও সাধারণ মানুষের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে লিফলেট দেন রিজভী।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও প্রহসন আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন দল। এই দাবিতে ৯ ও ১০ জানুয়ারি দুইদিন গণসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ দ্বিতীয় দিনে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারেক উজ জামান তারেক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, কৃষক দলের সহ-সম্পাদক ফারজানা ইয়াসমিন লিপি, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যান্য নেতারা।

সর্বশেষ - জাতীয়