বুধবার , ২ অক্টোবর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ঢাবি ছাত্রশিবিরের ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ

ঢাবি প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ ওই কমিটি ১৪ সদস্য বিশিষ্ট।

বুধবার (২ অক্টোবর) ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার অফিসিয়াল ফেসবুক পেজে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এতে দেখা যায়, সভাপতি হিসেবে মো. আবু সাদিক (কায়েম), সেক্রেটারি এস এম ফরহাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের, ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক ইমরান হোসাইন, বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ, দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামিল, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নূর, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক মো. ইকবাল হায়দার, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. আনিছ মাহমুদ ছাকিব, আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া, ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির এবং স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল আমিন।

প্রসঙ্গত, জানুয়ারিতে ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার কমিটি গঠন হয়। গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার পর ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েমের পরিচয় সামনে আসে। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র। সাদিক ও ফরহাদ দুজনই চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। অন্যদিকে একদিনের মাথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের স্ট্যাটাসের জেরে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম ফরহাদ প্রকাশ্যে আসেন।

এর আগে গত মঙ্গলবার রাতে ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার কমিটি জনসম্মুখে আনার কথা খবরের কাগজকে জানান ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার সেক্রেটারি এস এম ফরহাদ।

সর্বশেষ - জাতীয়