শনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

দেশকে কলঙ্কমুক্ত করতে গণহত্যার বিচার করা উচিত: জামায়াত আমির

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি :

প্রতিশোধের জন্য নয়, দেশকে কলঙ্কমুক্ত করতে হলে ফ্যাসিস্ট ও জালিম সরকারের গণহত্যার বিচার নিশ্চিত করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, জামায়েত ইসলাম ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট দেওয়ার সঙ্গে সঙ্গেই চাকরি নিশ্চিত করা হবে।

জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের কোথাও জামায়াতের একজন নেতাকর্মীও চাঁদাবাজি বা মামলা বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত নয়। আমরা দেশে দখলদারি বা চাঁদাবাজির রাজনীতি করি না।

‘আমাদের দল নিয়ে অনেক সমালোচনা হয়। আমরা চাই সমালোচনা হোক এতে আমাদের উপকার হয়। যারা জামায়াতের অপরাধ নিয়ে কথা বলেন তাদের বলতে চাই, যদি আমরা অপরাধী হই আমাদেরও সুষ্ঠু বিচার করুন। বিচারের নামে ফ্যাসিস্ট সরকার আমাদের কেন্দ্রীয় নেতাদের প্রহসনের বিচার করে ফাঁসি দেওয়া হয়েছে।-যোগ করেন জামায়াত আমির।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগরী জামায়াতের আমির ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির, জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমেদসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ - জেলার খবর