নিজস্ব প্রতিবেদক :
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আমরা বলেছি, দৃশ্যমান হাসিনার বিচার করতে হবে। বিচার না করলে দেশের মানুষ আপনাদের কাউকে ক্ষমা করবে না। অবিলম্বে হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে। এ দেশে নির্বাচিত সরকারের খুব প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকারের নেতৃত্ব দেবে। প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।
রোববার (৩ আগস্ট) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে উপস্থিত আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমরা যখন ক্যাম্পাসে রাজনীতি করি, তখন সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। এরশাদবিরোধী আন্দোলন করেছি। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধেও আমরা আন্দোলন করেছি।
তিনি বলেন, জুলাই জানিয়ে দেয়, জুলাই বলে দিয়েছে, বাংলাদেশে ছাত্রলীগের মতো হেলম্যাট বাহিনীর রাজনীতি থাকতে পারে না। জুলাই জানিয়ে দিয়েছিল, শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট বাংলাদেশে থাকতে পারে না। আয়নাঘর থাকতে পারে না।