নরসিংদী প্রতিনিধি :
নির্বাচনে পেশিশক্তি ও কালো টাকার প্রভাব চলবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর সাঠিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা জামায়াতের আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচন অবশ্যই হতে হবে, তবে যেনতেন নির্বাচন আমরা চাই না। আমরা চাই সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনে পেশিশক্তি ও কালো টাকার প্রভাব চলতে দেওয়া হবে না। তবে এটি সহজে সম্ভব হবে না। এজন্য আমাদের বড় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।”
তিনি আরও বলেন, “জুলাই-আগস্টে জাতি একটি ধাক্কা পেয়েছে। সামনে আরেকটি ধাক্কা দিতে হবে। ভোটার তালিকা সংশোধন করা জরুরি। ভুয়া ভোটারদের বাদ দিয়ে, মৃত ভোটারদের তালিকা থেকে সরিয়ে প্রকৃত ভোটারদের অন্তর্ভুক্ত করতে হবে।”
আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনের সময় বিশ্ববাসী আমাদের পাশে ছিল। আমাদের প্রবাসী ভাইয়েরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে রেমিট্যান্স বন্ধ করে সরকারকে চাপ প্রয়োগ করেছিলেন। তাদের এই ভূমিকা আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “মাঠ প্রশাসনে যারা অতীতে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তাদের আমরা ভবিষ্যতে কোনো দায়িত্বে দেখতে চাই না। প্রশাসনে সৎ ও দেশপ্রেমিক কর্মকর্তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব।”
জনসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নরসিংদী জেলা জামায়াতের আমির মো. মোছলেহ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ ফ ম আব্দুস সাত্তার এবং নারায়ণগঞ্জ মহানগর আমির আব্দুল জব্বার।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে দলের আপসহীন লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।