মৌলভীবাজার প্রতিনিধি :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আবারও নানা ফাঁক-ফোকর দিয়ে, নানা ছিদ্রপথ দিয়ে গণতন্ত্রবিরোধী সর্বনাশা শক্তির পুনরুত্থান ঘটতে পারে। এ জন্য যা কিছু করা প্রয়োজন এই মুহুর্তেই করতে হবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘বর্তমান সরকারের অনেক উপদেষ্টা তাদের নিয়োজিত লোক দিয়ে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বলাচ্ছেন, এই সরকার তিন বছর, পাঁচ বছর থাকা উচিত, এটা করে তারা গণতন্ত্রের ক্ষতি করাচ্ছেন।’
বিএনপির এই নেতা বলেন, ‘মানুষের মধ্যে ভয়-আতঙ্ক তৈরি করে রেখেছে মব কালচার, মব তৈরি করে কাউকে বেদম পেটানো এটা অপরাধের মধ্যে পড়ে। অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা যাবে না।’
দলে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে রুহুল কবির রিজভী ছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।