কুষ্টিয়া প্রতিনিধি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, নাশকতা ছাড়া আর কোনো অস্ত্র নেই বিএনপির হাতে। তাদের নির্বাচন বয়কটের আহ্বানে সাধারণ জনগণ সাড়া দিচ্ছে না। বিএনপির নেতাকর্মীরাও তাদের এ সিদ্ধান্ত মানছেন না। তারা বিভিন্ন প্রার্থীর পক্ষে ভোটের মাঠেও রয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।
তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী দল। নাশকতার কারণে কঠিন পরিণতি হবে তাদের। দু-একটি চোরাগোপ্তা নাশকতা করা যেতে পারে কিন্তু তা করে কেউ পার পাবে না। আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে।
এ সময় দলীয় নেতাকর্মী ও নির্বাচনি এজেন্টরা উপস্থিত ছিলেন।