বুধবার , ৬ নভেম্বর ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বিএনপি গণকেন্দ্রিক সংস্কারের পক্ষে: তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৬, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি দেশব্যাপী সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার বিষয়ে কথা বলেছেন এবং নাগরিকদের জীবনযাত্রার বাস্তব উন্নতি আনতে পারে এমন কর্মসূচিগুলোকে অগ্রাধিকার দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, বিএনপি ধারাবাহিকভাবে বাংলাদেশকে রূপান্তর ও জনগণের উন্নয়নে দূরদর্শী সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে।

বুধাবার (৬ নভেম্বর) নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ সম্পর্কে মতামত দিয়েছেন তিনি।

তারেক রহমান বলেন, বাংলাদেশ যাতে বিভিন্ন খাতে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকতে পারে তা নিশ্চিত করতে সংস্কার অপরিহার্য। তবুও তিনি জোর দিয়েছিলেন যে দেশের সাধারণ নাগরিকদের জীবনযাত্রার উন্নতির মধ্যে সত্যিকারের সংস্কার অবশ্যই হওয়া উচিত।

তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে রাজনৈতিক কাজ শুরু করার পর আমি বিশ্বাস করি, লাখ লাখ বাংলাদেশির উন্নত জীবনযাপনে সক্ষম করা, তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের আশা জাগ্রত করা এবং দেশব্যাপী অর্থবহ পরিবর্তন আনার জন্যই সংস্কার হওয়া উচিত।

তারেক রহমানের সংস্কারের দৃষ্টিভঙ্গির মধ্যে রয়েছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, নারী, শিশু ও সংখ্যালঘুদের স্বাধীনতা ও অধিকার রক্ষা করা, জননিরাপত্তা নিশ্চিত করা, পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষার উন্নতি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

এই সংস্কারগুলো সমতা, ন্যায়বিচার এবং ন্যায্যতার ভিত্তিতে সমাজ গঠনের দিকে পরিচালিত হবে বলে মনে করেন তারেক রহমান।

সর্বশেষ - জেলার খবর