নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যার পর বিচার না চেয়ে বিএনপির বিরুদ্ধে স্লোগান দেওয়ারা গুপ্ত সংগঠনের নেতাকর্মী বলে দাবি করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদলের এক স্মরণ সভায় তিনি এ দাবি করেন। এ সময় ছাত্র শিবিরকে ‘মুনাফিক সংগঠন’ হিসেবেও অভিহিত করেন ছাত্রদল সভাপতি।
রাকিবুল ইসলাম বলেন, ‘মিটফোর্ডের ঘটনার বিচার না চেয়ে বুয়েটের যেই ছাত্ররা বিএনপি ও এর অংগসংগঠনের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল তারা গুপ্ত সংগঠনের নেতাকর্মী।
গত ৯ জুলাই সন্ধ্যার কিছু আগে, মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে ও মাথায় পাথর মেরে হত্যা করা হয়। শুক্রবার ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা রজ্জব আলী পিন্টু ও সাবাহ করীম লাকিকে আজীবন বহিষ্কারের কথা জানিয়ে শুক্রবার রাতেই একটি বিজ্ঞপ্তি দেয় সংগঠনটি। আরেক আসামি স্বেচ্ছাসেবক দলের কর্মী কালুকেও তার সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
রাকিবুল ইসলাম বলেন, ‘মুনাফিক সংগঠন ছাত্রশিবির আজ পর্যন্ত শহীদদের স্মরণে কোনো কর্মসূচি পালন করেনি। বর্তমানে যারা সংগ্রামের গল্প শোনায় তাদের নামে কোনো মামলা নেই, জিডি নেই অথচ আমাদের নামে হাজার হাজার মামলা আছে। আমরা জেলখানায় বিশ্রাম নিতাম।’
শেখ হাসিনা সরকার প্রধান থাকার সময় ১৭৬ জন ছাত্রদল কর্মীকে গুম করা হয়েছে বলেও অভিযোগ করেন রাকিবুল ইসলাম। তিনি বলেন, ‘তারেক রহমান জুলাই আন্দোলনে ছাত্রদলকে পরিচালনা করেছিলেন, তার কথায় ছাত্রদল স্বৈরাচার দমনে রাস্তায় নেমেছিলেন। ১৭ জুলাই কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছিল, সেই ১৭ জুলাইয়েও ছাত্রদল রাস্তায় ছিল।’