নিজস্ব প্রতিবেদক :
সংসদের উচ্চ ও নিম্ন, উভয়কক্ষেই আনুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) ভিত্তিতে নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াত। তা না হলে প্রয়োজনে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
তাহের বলেন, জামায়াত নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দেয়া হয়েছে, তাতে জামায়াতের আপত্তি নেই। আমরা নির্বাচনে যাবো, এটা বলে দিয়েছি। উভয়কক্ষে পিআর বাস্তবায়নে আমাদের দাবি আমরা জানিয়ে যাবো। প্রয়োজনে আন্দোলনে যাবে জামায়াত।
বিদ্যমান নির্বাচন পদ্ধতির অভিজ্ঞতা সুখকর নয় মন্তব্য করে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি প্রয়োজন। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন, কিন্তু বিশ্বে নতুন নয়। জনগণের ভোটাধিকারের সঠিক মূল্যায়ন করা যাবে।
তিনি জানান, জীবনের বিনিময়ে হলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন সিইসি।
জামায়াত নেতা বলেন, গ্রহণযোগ্য, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন জনগণের দাবি। অতীতের তিনটি নির্বাচন দেখে মানুষের শঙ্কা আছে স্বচ্ছ হবে কি না? জনগণের মাঝে আস্থা ফিরিয়ে আনতে হবে।
বিচার দৃশ্যমান করতে হবে উল্লে করে তাহের বলেন, সরকারকে প্রমাণ করতে হবে বিচারিক কাজে তারা আন্তরিক।
তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলো কমিশনসহ যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলোকেই আপাতত সংস্কারের মাপকাঠি ধরা যায়। বাস্তবায়ন জরুরি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত নেতা বলেন, আইনশৃঙ্খলার সীমাবদ্ধতা আছে। সিইসি বিষয়টি নিয়ে কাজ করছেন। জামায়াত বলছে, নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়নি।
জুলাই সনদে জামায়াতের স্বাক্ষর নিয়ে তিনি বলেন, জুলাই সনদে জামায়াতের স্বাক্ষর করা কিছু বিষয়ের ওপর নির্ভর করে। অর্থহীন কাগজে স্বাক্ষর করার মানে হয় না।
এখন পর্যন্ত কমিশনের ভূমিকা নিয়ে জামায়াতের আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে, সেমিফাইনাল ও ফাইনালে কী করে সেটা পর্যবেক্ষণ করবে জামায়াত।