নিজস্ব প্রতিবেদক :
আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বেই পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি বলছে, এ হত্যার জন্য চুক্তি হয়েছিল দুই লাখ টাকায়।
আজ বুধবার মহানগর ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।
মহানগর ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বেই খুন হন শীর্ষ সন্ত্রাসী মামুন। তাকে হত্যার নির্দেশ দিয়েছে ইমন-মামুন গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী রনি। তবে শীর্ষ সন্ত্রাসী ইমন এই হত্যার সাথে জড়িত আছে কি না তা তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, হত্যার জন্য মাত্র ২ লাখ টাকার চুক্তি হয় শুটারদের সাথে। মামুন হত্যার ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, এই হত্যায় এখন পর্যন্ত ৯ জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। হত্যার আগের রাতে মিরপুরে রনির বাসায় হয় হত্যার পরিকল্পনা।
ডিবি বলছে, এর আগেও একাধিকবার রনি মামুনকে হত্যার পরিকল্পনা করে।
এদিকে, ৫ আগস্টের পর যেসব শীর্ষ সন্ত্রাসী জামিন পেয়ে বেশকিছু অপকর্ম করেছে তাদের বিষয়েও ডিবি তৎপর আছে বলে দাবি করেন মহানগর ডিবিপ্রধান।
এরআগে গত সোমবার সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মামুনকে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিএমপি জানায়, মামুন পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী ইমন–মামুন গ্রুপের সদস্য ছিলেন। তিনি তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী।

















