শনিবার , ৩১ আগস্ট ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

কদমতলিতে যুবককে গলা কেটে হত্যা

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৩১, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কদমতলির পাটেরবাগ থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মাহবুব (২৫)।

শনিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে মিনাবাগের একটি গলির পাকা রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহত মাহবুবের মামা হাবিবুর রহমান বলেন, মাহবুবের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার জালাকান্দি গ্রামে। তার বাবার নাম হাসান আলী। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে যাত্রাবাড়ীর শনিরআখড়া কাজিরগাঁও এলাকায় থাকতেন।

হাবিবুর রহমান জানান, কুমিল্লার দাউদকান্দিতে ঢালাই কারখানায় কাজ করত মাহবুব। শুক্রবার দুপুরে বন্ধু জাকিরকে নিয়ে বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়। আজ সকালে খবর পান মিনাবাগ এক নম্বর গলির পাকা রাস্তার মাথায় মাহবুবের মরদেহ পরে আছে। তারা সেখানে গিয়ে মাহবুবের জবাই করা মরদেহ দেখতে পান। তবে কারা মাহবুবকে হত্যা করেছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি স্বজনেরা। তার বন্ধু জাকিরকে ধরলেই সব তথ্য বেরিয়ে আসবে বলে জানান হাবিবুর রহমান। ঘটনার পর থেকে জাকির পলাতক রয়েছে।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আজাহার হোসেন বলেন, খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে মিনাবাগ এক নম্বর গলির পাকা রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ওই যুবককে জবাই করে এবং শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা করেছে। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়