নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় লাইসেন্সবিহীন অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এখন পর্যন্ত খিলগাঁওয়ে দুটি ক্লিনিকে অভিযান চালিয়ে ৭ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) বিকেল ৩টার দিকে এ তথ্য জানিয়ে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, দুপুর ২টা থেকে রাজধানীর খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় লাইসেন্সবিহীন অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান শুরু হয়েছে। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিকেল ৩টা পর্যন্ত দুটি হাসপাতালে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি ক্লিনিকের ল্যাব টেকনিশিয়ানের কোনো শিক্ষাগত সনদ না থাকায় ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আরো বলেন, অভিযানে খিলগাঁওয়ের সীমান্তিক ক্লিনিকে বিভিন্ন অনিয়মের দায়ে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা ও ল্যাব টেকনিশিয়ানের কোনো ধরনের শিক্ষাগত সনদ না থাকায় ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া খিলগাঁও পিপলস হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।