সোমবার , ২০ অক্টোবর ২০২৫ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জুবায়েদ হত্যা : অভিযুক্ত মাহিরকে থানায় দিলেন মা

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২০, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো. জুবায়েদ হোসেন হত্যা মামলায় অভিযুক্ত মো. মাহির রহমানকে আটক করেছে পুলিশ। মাহিরের মা নিজেই তাকে পুলিশের হাতে তুলে দেন বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, সোমবার (২০ অক্টোবর) ভোরে মাহিরের মা ছেলেকে নিয়ে বংশাল থানায় আসেন। তাকে সোপর্দ করেন পুলিশের কাছে। তবে এখনো এ ঘটনায় মামলা করা হয়নি।

গতকাল রোববার টিউশনিতে গিয়ে হত্যার শিকার হন জবি শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসেন। আরমানিটোলার পানির পাম্প গলির ‘রওশন ভিলা’ নামের বাড়ির সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জুবায়েদ হোসেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় গতকাল রাত ১১টার দিকে ছাত্রী বর্ষাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

জুবায়েদ হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বংশাল থানার সামনে অবস্থান নিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের জানায় জবি শিক্ষার্থীরা। তারা তাঁতিবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করে এবং কিছু সময়ের জন্য আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়।

নিহতের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই দিনের শোক ঘোষণা করেছে। একইসঙ্গে ২২ অক্টোবর নির্ধারিত বিশ্ববিদ্যালয় দিবসের সব আয়োজন স্থগিত করা হয়েছে।

আজ সোমবার (২০ অক্টোবর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে জুবায়েদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নিয়ে নিজ জেলা কুমিল্লার দিকে রওনা করা হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

 

সর্বশেষ - রাজনীতি