নিজস্ব প্রতিবেদক :
সোয়া ১৫ কোটি টাকার দুর্নীতি মামলার আসামি বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছেন উপ-সহকারী পরিচালক নাজির আকন্দ।
দুর্নীতির অভিযোগ দুদকে মামলায় রয়েছে শুধাংশু শেখর ভদ্রর নামে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
বুধবার (১৬ অক্টোবর) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আখতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।