বুধবার , ১৭ জানুয়ারি ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নয়াপল্টনে হোটেল থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৭, ২০২৪ ১:৪৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর নয়াপল্টনের একটি আবাসিক হোটেল থেকে আব্বাস উদ্দিন (৫৫) নামের এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নয়াপল্টনের হোটেল দ্যা ক্যাপিটাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, আব্বাস উদ্দিন চট্টগ্রাম সদরঘাটের বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী ছিলেন। অফিসের কাজে ১৩ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন তিনি। ওই দিন তিনি নয়াপল্টনের ভিআইপি রোডের হোটেল দ্যা ক্যাপিটালের ৩০৪ নম্বর রুমে ওঠেন।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে এসআই আরও জানান, মঙ্গলবার দুপুরে হোটেল ছেড়ে দেওয়ার কথা ছিল। তার কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ ফোনে যোগাযোগের চেষ্টা করে। তার কোনো সাড়া না পেয়ে তারা থানায় খবর দেয়। পরে রাত ১২টার দিকে রুমের দরজা ভেঙে আব্বাস উদ্দিনকে বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত