নিজস্ব প্রতিবেদক :
গোপনে ব্যক্তিগত ছবি ধারণ করে তা পাঠিয়ে চাঁদাদাবীর অভিযোগে এক হোটেলকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপি মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ আলী ওরফে মোহন।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এজাহারের বরাত দিনে ওসি জানান, গত জুলাই মাসে স্বামী-স্ত্রী ঘুরতে এসে শাহআলীবাগের একটি হোটেলে উঠেন। সেখানে দুপুরে গোসল করার সময় স্ত্রীর নগ্ন অংশের ছবি ও ভিডিও ধারণ করেন সেই হোটেলের বয় গ্রেফতারকৃত মোহাম্মদ আলী। এরপ্রায় একমাস পর সেই ছবি ও ভিডিও পাঠিয়ে ৩০ হাজার টাকা দাবী করে হোটেল কর্মী। না দিলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি প্রদান করে। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে চলতি মাসের ১৭ তারিখ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়।
পুলিশ কর্মকর্তা আরো জানান, মামলার তদন্তের এক পর্যায়ে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সেই হোটেল বয়ের অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) সকালে ময়মনসিংহ মুক্তাগাছার নিজ বাড়ী থেকে মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করা সেই মুঠোফোনটিও উদ্ধার করা হয়েছে।