নিজস্ব প্রতিবেদক :
মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থী মেহেদী আলম রুমান। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থী মেহেদীর মা রুবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মেহেদী আলম রুমান বলেন, তিনি একজন ছাত্র এবং বর্তমানে এমএসসিতে ভর্তি প্রক্রিয়াধীন। তিনি ঢাকার পল্টন এলাকায় বাবা-মায়ের সাথে থাকেন। তিনি মাঝে মধ্যে মামাবাড়ির সূত্রে ধরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রসুলপুর গ্রামে মামার বাড়িতে যান। সেই সূত্রে মারিয়া আক্তার জিম নামের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হলেও কোনো প্রেম বা বৈবাহিক সম্পর্ক ছিল না বলে দাবি করেন তিনি।
মেহেদী আলম রুমান অভিযোগ করে বলেন, মারিয়া আক্তার জিম সম্প্রতি মুক্তাগাছা থানায় তাকে ও তার বাবাকে জড়িয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে বলা হয়েছে, তাকে কাবিননামা অনুযায়ী বিয়ে করা হয়েছে, পরে গর্ভপাত করানো হয়েছে এবং ভয়ভীতি দেখানো হয়েছে। অথচ এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, “আমি ওই তরুণীকে কখনো বিয়ে করিনি, সংসার করিনি এবং গর্ভপাতের কোনো ঘটনাও ঘটেনি। অভিযোগে যে মোবাইল নম্বর ব্যবহার করার কথা বলা হয়েছে, সেটিও আমার বা আমার পরিবারের কারও নয়।”
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ১৬ জানুয়ারি কয়েকজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও প্রচার করে তাকে ও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। এতে সামাজিক ও পারিবারিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান তিনি।
মেহেদী আলম রুমান বলেন, “আমাকে ব্ল্যাকমেইল ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই এসব মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।”
তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে মিথ্যা অভিযোগকারী ও অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

















