নিজস্ব প্রতিবেদক :
ছয় মাস আগে প্রেম করে বিয়ে করেন কুমিল্লার ছেলে কাজী ইব্রাহীম (২১)। স্ত্রী গ্রামে থাকলেও চাকরির সুবাধে তাকে ঢাকায় থাকতে হতো। বিয়ের কিছুদিন সবকিছু ঠিক থাকলেও পরবর্তীতে তাদের মধ্যে শুরু হয় পারিবারিক কলহ। শনিবার সকালেও স্ত্রীর সঙ্গে ফোনে ঝগড়া হয়। সইতে না পেরে দুপুরের দিকে গলায় ফাঁস নেন ইব্রাহীম।
রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ খানকা শরীফ এলাকায় শনিবার (১৭ ফেব্রুয়ারি) নিজ কক্ষে ইব্রাহীমকে ঝুলন্ত অবস্থায় দেখেন সহকর্মীরা। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইব্রাহীম কুমিল্লার দেবীদ্বার থানা এলাকার কাজী আহসানুল্লাহর ছেলে। ঢাকায় একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন তিনি।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক কুমার গোপ বলেন, গত কয়েক দিন ধরেই স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ইব্রাহীমের ঝগড়া চলছিল বলে জানতে পেরেছি। আজ সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। সেই ঝগড়ার জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
তিনি আরও বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।