নিজস্ব প্রতিবেদক :
ডলারের দাম বাজারভিত্তিক হবে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
দুবাই থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, ‘ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করার এখন ভালো সময়। এখন প্রবাসী আয় ভালো আসছে, রিজার্ভও স্থিতিশীল, উন্নতি হয়েছে লেনদেন ভারসাম্যের। আগামী জুন মাসের মধ্যে ৩৫০ কোটি ডলার আসবে। এতে রিজার্ভ আরও বাড়বে। ফলে বিনিময় হার বাজারভিত্তিক করার এটাই ভালো সময়।’
আহসান এইচ মনসুর বলেন, ‘ডলারের দাম বাজারভিত্তিক করার মানেই যেকোনো দরে কিনবে তেমন না।’
গভর্নর মনে করেন, রপ্তানি ও রেমিট্যান্সের উচ্চপ্রবাহের ফলে ডলারের দর বাড়বে না।


















