নিজস্ব প্রতিবেদক :
সেপ্টেম্বর মাসে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত বছরের সেপ্টেম্বরের চেয়ে ২৮ কোটি ১৭ লাখ ডলার বেশি। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুসারে, সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় আসে।
গত বছরের একই সময়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ১৬৩ কোটি ৪০ লাখ ডলার। আর আগস্টে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ডলার এবং গত বছরের সেপ্টেম্বরে এসেছিল ২৪০ কোটি ৪১ লাখ ডলার।
ব্যাংক সংশ্লিষ্টরা জানান, বৈধ চ্যানেলে প্রবাসী আয় বেড়েছে। এ ছাড়া ডলারের উচ্চ দামও বৈধ পথে প্রবাসী আয় পাঠাতে উৎসাহিত করছে। এসব কারণে কয়েক মাস ধরেই রেমিট্যান্স পাঠানো বেড়েছে। সেপ্টেম্বর মাসেও এর ব্যতিক্রম হয়নি।