মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

এস আলম চেয়ারম্যানের সাইপ্রাসের বাড়ি জব্দ ও ২৫ কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ

প্রতিবেদক
Newsdesk
জুন ২৪, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের মালিকানাধীন সাইপ্রাসের দুই তলা বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের নামীয় ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে থাকা ১৯ কোম্পানির শেয়ার ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে থাকা ছয়টি ট্রাস্ট কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক তাহাসিন মুনাবীল হক বাড়ি জব্দ এবং শেয়ার অবরুদ্ধ চেয়েআবেদন করেন।

এর আগে গত ১৭ জুন সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ১৮০ কোটি ৬১ লাখ টাকা মূল্যের ২০০ একর জমি জব্দের আদেশ দেন আদালত। গত ২৩ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামে থাকা ৪০৭ কোটি টাকার ১৫৯ দশমিক ১৫ একর জমি জব্দের আদেশ দেন একই আদালত।

এ ছাড়া গত ১৭ এপ্রিল দুই হাজার ৬১৯ কোটি সাত লাখ ১৬ হাজার টাকা থাকা এক হাজার ৩৬০ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। তার আগে গত বছরের ৭ অক্টোবর এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনসহ তার পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। গত ১৬ জানুয়ারি এস আলম ও তার পরিবারের সদস্যদের ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন একই আদালত।

অন্যদিকে, গত ৩ ফেব্রুয়ারি ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা মূল্যের ১৭৫ বিঘা সম্পদ জব্দের এবং গত ১২ ফেব্রুয়ারি হাজার ১০৯ কোটি টাকা থাকা ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৭৪টি শেয়ার অবরুদ্ধের আদেশ দেন আদালত। গত ২৩ ফেব্রুয়ারি তাদের ৮ হাজার ১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের শেয়ার অবরুদ্ধ করা হয়। আর গত ১০ মার্চ এস আলমের ১ হাজার ছয় বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। গত ৯ এপ্রিল তার ৯০ বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয়। একইদিন আদালত তার ঘনিষ্ঠজনদের নামে থাকা ৩৭৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

 

সর্বশেষ - রাজনীতি