নিজস্ব প্রতিবেদক :
ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে সিনিয়র বিশেষ জজ আদালত।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তাকে আদালতে হাজির করে রিমান্ড শুনানির জন্য এজলাসে তোলা হয়। আসামি পক্ষ তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করলেও দুদক রিমান্ডের পক্ষে শুনানি করে। শুনানির পর আদালত রিমান্ড ও জামিন বাতিল করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
দুদকের রিমান্ড আবেদনে শিবলী রুবাইয়াতের বিরুদ্ধে ৩ কোটি ৭৬ লাখের অধিক টাকার ঘুষ গ্রহণের অভিযোগ করা হয়েছে। এছাড়া বিভিন্ন চ্যানেলে দেশে অবৈধভাবে টাকা আনার অভিযোগও করা হয় তার বিরুদ্ধে।
একইসঙ্গে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের ক্ষেত্রেও একই আদেশ দেন বিচারক। ম্যাক্স গ্রুপের চেয়ারম্যানের জ্ঞাত আয় বহির্ভূত ২৭ কোটি ৮৬ লাখের অধিক সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে জানায় দুদক।
অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড ও জামিন আবেদন বাতিল করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন বিচারক।