মঙ্গলবার , ১৩ মে ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

এক সপ্তাহের বিরতির পর ফের শুরু হচ্ছে আইপিএল

প্রতিবেদক
Newsdesk
মে ১৩, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

যুদ্ধ‌বিরতি ঘোষণার পর এক সপ্তাহের বিরতিতে ফের শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) বাকি খেলাগুলো। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ১৭ মে, শনিবার থেকে আবার প্রতিযোগিতা শুরু হবে। ফাইনাল ৩ জুন, মঙ্গলবার। তবে ফাইনাল খেলা কোন ভেন্যুতে হবে তা এখনো জানানো হয়নি। আগে ঠিক ছিল ফাইনাল হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে, বৃহস্পতিবার। এলিমিনেটর ৩০ মে, শুক্রবার। দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন, রবিবার। গত বৃহস্পতিবার ধর্মশালায় দিল্লি বনাম পঞ্জাব ম্যাচ চলার সময় মাঝপথে খেলা বন্ধ করে দেয়া হয়। ক্রিকেটারদের বিশেষ ট্রেনে ফিরিয়ে আনা হয়।

পরের দিনই আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দেয়া হয়েছিল। নতুন সূচি অনুযায়ী, বেঙ্গালুরুতে দু’টি ম্যাচ হবে। কেকেআর (১৭ মে) এবং হায়দরাবাদের (২৩ মে) বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে আরসিবি। এ ছাড়া, জয়পুর, দিল্লি, আহমদাবাদ, লখনউ এবং মুম্বইয়ে বাকি ম্যাচগুলি হবে। চেন্নাই ও হায়দরাবাদে কোনো খেলা রাখা হয়নি। জয়পুরে হবে রাজস্থান বনাম পঞ্জাব (১৮ মে), পঞ্জাব বনাম দিল্লি (২৪ মে) এবং পঞ্জাব বনাম মুম্বই (২৬ মে) ম্যাচ। দিল্লিতে হবে দিল্লি বনাম গুজরাত (১৮ মে), চেন্নাই বনাম রাজস্থান (২০ মে) এবং হায়দরাবাদ বনাম কলকাতার (২৫ মে) ম্যাচ। লখনউয়ে হবে লখনউ বনাম হায়দরাবাদ (১৯ মে) এবং লখনউ বনাম বেঙ্গালুরু (২৭ মে) ম্যাচ। আহমেদাবাদে হবে গুজরাত বনাম লখনউ (২২ মে) এবং গুজরাত বনাম চেন্নাই (২৫ মে) ম্যাচ।

সর্বশেষ - রাজনীতি