শুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কোহলির রেকর্ড গড়া ম্যাচে রাজস্থানকে হারালো ব্যাঙ্গালুরু

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৫, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

বিরাট কোহলির রেকর্ড গড়া ম্যাচে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসকে ১১ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা ব্যাঙ্গালুরুর হয়ে ৪২ বলে ৭০ রানের ইনিংস খেলেন কোহলি।

এ ইনিংসের মাধ্যমে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমে ব্যাট করে সবচেয়ে বেশি ৬২ হাফ-সেঞ্চুরির ইনিংস খেলার রেকর্ড গড়েছেন কোহলি। পাকিস্তানের বাবর আজমকে টপকে যান তিনি। ৬১ হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেছেন বাবর।

গতরাতে ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪০ বলে ৬১ রানের সূচনা করেন ব্যাঙ্গালুরুর দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। সল্ট ২৬ রানে ফিরলে দেবদূত পাডিক্কালকে নিয়ে ৫১ বলে ৯৫ রান যোগ করেন কোহলি। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। এবারের আসরে পঞ্চম হাফ-সেঞ্চুরি তুলে ৮টি চার ও ২টি ছক্কায় ৪২ বলে ৭০ রানের ইনিংস খেলেন কোহলি।

৪টি চার ও ৩টি ছক্কায় ২৭ বলে ৫০ রানে আউট হন পাডিক্কাল। শেষ দিকে টিম ডেভিডের ১৫ বলে ২৩ এবং জিতেশ শর্মা ১০ বলে অপরাজিত ২০ রান করেন। এতে ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রানের সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু। রাজস্থানের পেসার সন্দ্বীপ শর্মা ২ উইকেট নেন।

জবাবে উদ্বোধনী জুটিতে ২৬ বলে ৫২ রান তোলেন রাজস্থানের দুই ওপেনার যশ্বসী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী। ৯ ওভার শেষে ২ উইকেটে ১১০ রান তুলে ভালভাবেই লড়াইয়ে ছিল রাজস্থান।

মিডল অর্ডারে ২৪, ২৮ ও ২৭ রানের ছোট-ছোট জুটিতে জয়ের সম্ভাবনা ধরে রেখেছিল রাজস্থান। ১৮তম ওভারে ২২ রান আসায় শেষ ১২ বলে ১৮ রান দরকার পড়ে রাজস্থানের। কিন্তু ১৯তম ওভারে মাত্র ১ রানে ২ উইকেট এবং শেষ ওভারে ৫ রানে ২ উইকেট পতন হলে জয়ের সুযোগ হাতছাড়া করে রাজস্থান। ২০ ওভারে ৯ উইকেটে ১৯৪ রান করে তারা।

রাজস্থানের জয়সওয়াল ১৯ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৪৯, ধ্রুব জুরেল ৩টি করে চার-ছক্কায় ৩৪ বলে ৪৭ ও নিতিশ রানা ২২ বলে ২৮ রান করেন।

ব্যাঙ্গালুরুর পেসার জশ হ্যাজেলউড ৩৩ রানে ৪ উইকেট নেন।

এই জয়ে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠেছে ব্যাঙ্গালুরু। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানেই আছে রাজস্থান।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে চাঞ্চল্যকর রাজু হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশ পেলেই ব্যবস্থা : আইজিপি

বিশ্ব ইজতেমার মুসল্লিদের জন্য ৭ জোড়া বিশেষ ট্রেন

টানা ছুটিতেও স্থবির হবে না অর্থনীতি : অর্থ উপদেষ্টা

ভোটের মাঠে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব

পবিত্র রমজান উপলক্ষে ডিবির অলআউট অ্যাকশন শুরু: রেজাউল করিম

অপকর্ম বন্ধ না করলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে: মির্জা ফখরুল

সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

পাবনায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আমদানি-রপ্তানিতে ভারসাম্য রাখতে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর নির্দেশ