বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নিষেধাজ্ঞা মুক্ত সাকিব, যা জানাল বিসিবি

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২০, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

অবশেষে বোলিং নিষেধাজ্ঞা মুক্ত হয়েছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে আইসিসি স্বীকৃত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে তৃতীয় চেষ্টায় পাশ করে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন এই অলরাউন্ডার। বিসিবি এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

যেখানে বলা হয়েছে, ‘গত ৯ মার্চ ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। সর্বশেষ মূল্যায়নের ফলাফল অনুসারে, সাকিব তার বোলিং অ্যাকশন সংশোধন করেছেন এবং এর ফলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের প্রতিযোগিতামূলক সব কাউন্টি ক্রিকেট এবং দ্যা হান্ড্রেড থেকে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।’

বিসিবির বিবৃতিতে বলা হয়, “সাকিব তার বোলিং অ্যাকশন সংশোধন করেছেন এবং সর্বশেষ মূল্যায়নের ভিত্তিতে তিনি বৈধতা পেয়েছেন। ইসিবি শিগগিরই এ বিষয়ে একটি বিস্তারিত ঘোষণা দেবে।”

এর আগে বার্মিংহ্যাম ও চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন সাকিব। তবে চলতি মাসে সারের কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে কাজ করে নিজের অ্যাকশন সংশোধন করেন তিনি।

নিষেধাজ্ঞার কারণে সাকিব মিস করেছেন বড় আসর চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা ছিল তার। যদিও সেই সুযোগ হাতছাড়া হয়েছে, তবে নিষেধাজ্ঞা মুক্ত হওয়া দেশের ক্রিকেটের জন্য বড় স্বস্তি।

জাতীয় দল থেকে কিছুটা দূরে থাকা সাকিব আপাতত ফ্র্যাঞ্চাইজি লিগে মনোযোগী হতে পারেন। তবে তিনি আবারও জাতীয় দলের হয়ে খেলতে চান কি না, সেটি এখনো নিশ্চিত নয়। তার ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ এখনো ধোঁয়াশার মধ্যে থাকলেও বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ায় নতুন সম্ভাবনার দরজা খুলে গেছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত