নিজস্ব প্রতিবেদক :
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিততে না পারলেও শেষ দুই ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ। বল হাতে প্রথম দুই ম্যাচে উইকেটশূন্য থাকলেও শেষ ম্যাচে নিজের জাদু দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন পারভেজ হোসেন ইমন। তাদের দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি দিয়েছে আইসিসি।
বুধবার (৩ ডিসেম্বর) প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন মুস্তাফিজ। বোলারদের তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছেন তিনি। বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে তিনিই। যদিও ক্যারিয়ারসেরা পঞ্চম স্থান থেকে এখনো ৩ ধাপ দূরে তিনি। আইরিশদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ৩ ওভারে করে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
ব্যাটারদের মধ্যে ২১ ধাপ এগিয়েছেন ইমন। শেষ দুই টি-টোয়েন্টিতে যথাক্রমে ৪৩ ও অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলে ক্যারিয়ার সেরা ৩৮ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবার উপরে অবশ্য তানজিদ হাসান। শেষ ম্যাচে অপরাজিত ফিফটি করলেও এক ধাপ নিচে নেমে এখন ১৯ নম্বরে তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তিনটি ও শেষ ম্যাচে একটি উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়েছেন শেখ মেহেদি হাসান। বোলারদের মধ্যে ১৪তম স্থানে আছেন তিনি। ৫ ধাপ এগিয়ে ১৫তম স্থানে রিশাদ হোসেন। পাঁচ ধাপ এগিয়ে ২৫তম স্থানে নাসুম আহমেদ। আর পেসার তানজিম হাসান সাকিব দুই ধাপ এগিয়ে ৩৫ নম্বরে।
টি-টোয়েন্টি বোলারদের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারতের বরুন চক্রবর্তী। ৪ ধাপ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা চতুর্থ স্থানে উঠে এসেছেন পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদ। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাইম আইয়ুব। ব্যাটারদের মধ্যে সবার ওপরে ভারতের অভিষেক শর্মা।


















