বুধবার , ২০ ডিসেম্বর ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

পিংকির রেকর্ড সেঞ্চুরিতে বাংলাদেশের বড় পুঁজি

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২০, ২০২৩ ১০:১৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

ইতিহাসের সেরা সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠে ভারতকে হারানো, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। সেই লক্ষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করছে টাইগ্রেসরা। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের নারী ক্রিকেটের একমাত্র সেঞ্চুরিয়ান ফারজানা হক পিংকির শতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২২ রানের বিশাল সংগ্রহ পায় বাংলার মেয়েরা।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক। উদ্বোধনী জুটিতে ৪৮ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। এরপরই ২৮ রান করে সাজঘরে ফেরেন শামিমা। পরে দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা মুর্শিদাকে নিয়ে দেখে শুনে খেলে এগোতে থাকেন আরেক ওপেনার ফারজানা। তবে দ্বিতীয় জুটিতে ১৫ রান করতেই সাজঘরের পথ ধরেন মুর্শিদা।

বাংলাদেশকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল নিউজিল্যান্ড
আগের দিন ৯১ রানের তান্ডব ইনিংস খেলা মুর্শিদা আজ থামেন মাত্র ৮ রানেই। এরপর তৃতীয় উইকেটে ব্যাট করতে নামা অধিনায়ক নিগার সুলতানাকে নিয়ে সামনের দিক এগিয়ে নিয়ে যেতে থাকেন ওপেনার ফারজানা। এই দুই জনের অর্ধশতরানে জুটিতে বড় সংগ্রহের দিক এগোতে থাকে টাইগ্রেসরা। তবে দলীয় ১২১ রানের অধিনায়ক নিগার আউট হলে ভাঙে ৫৮ রানের এই জুটি।

সাজঘরে ফেরার আগে ৩৩ বলে ১৩ রান করেন এই ব্যাটার। এরপত চতুর্থ উইকেটে ব্যাট হাতে নামেন ফাহিমা খাতুন। তাকে সঙ্গে নিয়ে আগ্রসী ব্যাটিং করতে থাকেন ওপেনার ফারজনা। উইকেটে থিতু হয়ে প্রোটিয়া বলারদের ওপর আগ্রসী হতে থাকেন ফাহিমা খাতুনও। এদিকে আগ্রসী ব্যাটিং করা ফারজানা তুলে নেন তার ক্যারিয়ারের দ্বিতীয় শতক। এছাড়া বাংলাদেশ নারী দলের হয়ে ওয়ানডেতে দুটি সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার ফারজানা হক।

তবে শতকের পর রান আউটে কাটা পরে সাজঘরে ফেরেন এই ব্যাটার। প্যাভিলিয়নে যাবার আগে ১০২ রান করেন ফারজানা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২২ রানের সংগ্রহ পায় নিগার সুলতানার দল। ৪৬ রানে ফাহিমা খাতুন ও রিতু মনি ৬ রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে মারিজানে কেপ নেন ২টি উইকেট এছাড়া মাসাবাতা ক্লাস নেন ১টি উইকেট।

সর্বশেষ - জাতীয়