স্পোর্টস ডেস্ক :
ফ্রান্সের কাছে হেরে প্যারিস অলিম্পিক থেকে বিদায় নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে দাপট দেখালেও শেষপর্যন্ত ১-০ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে হাভিয়ের মাশ্চেরানোর দলকে। এবারের অলিম্পিকে আলবিসেলেস্তে দলটির অনেক দূর যাওয়ার আশা থাকলেও সেমির আগে বিদায় নেয়াতে বেশ হতাশ কোচ।
আর্জেন্টিনার বিদায় নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে চলে আসা উচিত হবে না, মনে করছেন কোচ। ৪০ বর্ষী মাশ্চেরানো বলেছেন, ‘এটা নতুন না। এখনই কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। আমরা গোল পাইনি। ম্যাচে প্রথম ১৫ মিনিট কঠিন ছিল, বিশেষ করে শুরুর দিকে গোল হজমের পর। এরপর দল গুছিয়ে নিয়েছে এবং সমতায় ফেরার বেশ কিছু সুযোগও পেয়েছে।’
‘যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, সেটা নতুন কিছু না। ফুটবল এমনই। হার এড়াতে সম্ভাব্য সবকিছু করার পরও খালি হাতে ফিরতে হলো। আমরা প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি। কিন্তু ফুটবল প্রতিভা বোঝে না। এটাই বাস্তবতা এবং আজ (গতকাল) ছিল আমাদের ঘরে ফেরার পালা।’
আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলে খেলা সিনিয়র এই তিন খেলোয়াড়কে ধন্যবাদ জানান কোচ। বলেছেন, ‘তিন সিনিয়র খেলোয়াড়ের প্রতি আমি কৃতজ্ঞ। সাহায্য করতে তারা আমাদের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে। তরুণদের প্রতিও কৃতজ্ঞতা। বাস্তবতা হলো, খুব খারাপ লাগছে। কারণ, দল অনেক দূর যাবে, এই আশা ছিল আমাদের।’