সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বিসিবি নির্বাচনের পরিচালক পদে জয়ী হলেন যারা

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৬, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রত্যাশিতদের সবাই জয়ী হয়ে ক্রিকেট পরিচালনার দায়িত্বে আসীন হতে যাচ্ছেন।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সকাল ১০টায় বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।

সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নির্বাচিত হওয়াটা তো অনুমিতই ছিল। সঙ্গে আরেক সাবেক সভাপতি ফারুক আহমেদও পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া পরিচালক হয়েছেন আরও একজন সাবেক অধিনায়ক। তিনি খালেদ মাসুদ পাইলট। সবমিলিয়ে এবারের পরিচালনা পর্ষদ নির্বাচনে ৩ জন সাবেক অধিনায়ক পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাকও পরিচালক নির্বাচিত হয়েছেন। সবমিলিয়ে এবারের পরিচালনা পর্ষদে জাতীয় ক্রিকেটারের সংখ্যা ৪ জন।

বিসিবি পরিচালনা পর্ষদে নির্বাচিত হলেন যারা

ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত ১০ জন

আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, খান আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মোহাম্মদ মুখলেসুর রহমান, মো. হাসানুজ্জামান, রাহাত শামস ও মো. শাখাওয়াত হোসেন।

ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত ১২ জন

ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তামিম নাভিন, মোখছেদুল কামাল, নাজমুল ইসলাম, ইফতেখার রহমান, ফারুক আহমেদ, মনজুর আলম ও মেহরাব আলম চৌধুরী।

ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত ১ জন হলেন খালেদ মাসুম পাইলট

জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত ২ জন হলেন ইসহাক হাসান ও মোহাম্মদ ফয়সাল আশিক

বিসিবি পরিচালনা পর্ষদ ২৫ সদস্যের মধ্যে ২৩ জন ভোটে নির্বাচিত হন। দু’জন আসেন সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে।

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগী ক্রীড়া সংস্থা) থেকে ১০ জন, ক্যাটাগরি-২ (ঢাকার বিভিন্ন ক্লাব) থেকে ১২ জন ও ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার) থেকে ১জন নির্বাচিত হন।

আজকের নির্বাচনে ভোট গ্রহণের আগেই ক্যাটাগরি-১ থেকে ১০ জনের মধ্যে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গিয়েছিলেন। শুধু রাজশাহী ও রংপুর বিভাগে ভোট হয়েছে। যেখান থেকে যথাক্রমে মোহাম্মদ মুখলেসুর রহমান ও মো. হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি-২ এ ১৬ জন প্রার্থী ভোটের লড়াইয়ে ছিলেন। ক্যাটাগরি-৩ এ ভোটের লড়াইয়ে ছিলেন দু’জন। একজন খালেদ মাসুম পাইলট। অন্যজন দেবব্রত পাল। দেবব্রত পাল অবশ্য ফলাফল ঘোষণার কিছুক্ষণ আগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে, ১৫৬ জন ভোটার বা কাউন্সিলরের মধ্যে ১১৫ জন ভোট দিয়েছেন। সেই হিসেবে ভোট প্রদানের হার ৭৩.৭১ শতাংশ।

ক্যাটাগরি-১ এ ৩৫ ভোটারের মধ্যে ৩০ জন, ক্যাটাগরি-২ এ ৭৬ ভোটারের মধ্যে ৪২ জন এবং ক্যাটাগরি-৩ এ ৪৫ জনের মধ্যে ৪৩জন ভোট দিয়েছেন।

নির্বাচিত পরিচালকদের ভোটে আজ রাতেই সভাপতি ও দুই সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

সর্বশেষ - রাজনীতি