স্পোর্টস ডেস্ক
সান্তিয়াগোর একটি নাইট ক্লাবে এক পার্টির সময় চিলির ফুটবল তারকা আর্তুরো ভিদালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন এক নারী। গতকাল শুক্রবার সেই অভিযোগ খারিজ করে দিয়েছেনআদালত।
বর্তমানে কোলো কোলো ক্লাবে খেলেন ৩৭ বছর বয়সী ভিদাল। সান্তিয়াগোর একটি ক্লাবে গত ৪ নভেম্বর জন্মদিন উদযাপন করছিলেন ভিদাল ও তার সতীর্থরা। ওই সময়েই যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন এক নারী।
শুক্রবার এক ভিডিও বার্তায় আইনজীবী ফেলিপে সেমব্রানো বলেন, ‘আমরা ঘটনাটির পূর্ণাঙ্গ পুনর্গঠন করেছি এবং শেষ পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি ভিদালের বিরুদ্ধে যা অভিযোগকে সমর্থন করে’। তবে ভিদালের দলের অন্যান্য খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্ত চলছে।
বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস এবং ইন্টার মিলানের মতো ইউরোপের নামিদামি সব ক্লাবে খেলেছেন মিডফিল্ডার ভিদাল। গত বছর চিলির ক্লাব কোলো কোলোতে ফিরে আসেন তিনি। ১৭ বছর বয়সে এখানেই ক্যারিয়ার শুরু করেছিলেন এই চিলিয়ান তারকা। দেশটির কথিত ‘গোল্ডেন জেনারেশন’-এর অংশ ছিলেন ভিদাল। ২০১৫ সালের কোপা আমেরিকায় চিলিকে শিরোপা জিতিয়েছিল এই জেনারেশন।