স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ টেনিস ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পৃষ্ঠপোষকতায় সম্প্রতি জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় “শাহ্জালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা-২০২৪” এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী প্রধান অতিথি এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার, শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), টুর্নামেন্ট ডিরেক্টর শফিকুল ইসলাম সরকার (সোহেল) এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের জেএভিপি ও ইনচার্জ কে. এম. হারুনুর রশীদসহ বাংলাদেশ টেনিস ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার ফাইনাল খেলায় পুরুষ এককে আর্মি অফিসার্স ক্লাবের জারিফ আবরার, পুরুষ দ্বৈততে আমেরিকান ক্লাবের মো. রুস্তম আলী ও মিলন হোসেন, মহিলা এককে বিকেএসপির হালিমা জাহান, মহিলা দ্বৈততে ঝালকাঠি টেনিস ক্লাবের সুস্মিতা সেন ও সুমাইয়া আক্তার চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। এছাড়াও বয়সভিত্তিক অন্যান্য খেলায় বিকেএসপির কাব্য গায়েন, বিকেএসপির হালিমা জাহান, মাদারীপুর টেনিস ক্লাবের জান্নাত হাওলাদার চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ অর্থ, সার্টিফিকেট এবং ট্রফি প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে উজ্জীবিত করা সম্ভব। তরুণরাই দেশকে পরিবর্তন করে সফলতা বয়ে আনবে। আশা করি ভবিষ্যতে এদেশে টেনিস খেলা আরো বেশি জনপ্রিয়তা অর্জন করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে সফলতার সাথে খেলে দেশের সুনাম বয়ে আনবে। পৃষ্ঠপোষকতা প্রদান করায় শাহ্জালাল ইসলামী ব্যাংককে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, চমৎকার এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। শাহ্জালাল ইসলামী ব্যাংক দেশের ক্রীড়া উন্নয়নে প্রতিনিয়ত যথাসাধ্য পৃষ্ঠপোষকতা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা-২০২৪ এর প্রধান পৃষ্ঠপোষক শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। বিজয়ীদের তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতে তাদের আরো সফলতা কামনা করেন।