বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

হাঁটুর অস্ত্রোপচারের পর দৌড়াতেও ভয় পেতেন শামি

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২২, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি সম্প্রতি তার কঠিন সময়গুলো সম্পর্কে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, হাঁটুর অস্ত্রোপচারের পর নিজের ক্যারিয়ার নিয়ে গভীর উদ্বেগ ছিল এবং এমন সময় ছিল যখন দৌড়ানোর সময়ও তিনি ভয় পেতেন। প্রায় এক বছর বাইরে থাকার পর, শামি আবার মাঠে ফিরেছেন এবং তার ফিরে আসা ছিল একেবারে যুদ্ধে নেমে আসার মতো।

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে ভারতের প্রধান বোলার ছিলেন শামি, তবে তাতে তিনি একাধিক আঘাত নিয়ে খেলেছিলেন এবং পরবর্তীতে তাকে অস্ত্রোপচার করতে হয়। এই কারণে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বর্ডার-গাভাস্কার ট্রফি মিস করেন তিনি। একাধিক ধকলের পর, শামি গত নভেম্বর মাসে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ফিরেছিলেন এবং এরপর বিজয় হাজারে ট্রফিতেও অংশ নিয়েছিলেন।

এ প্রসঙ্গে শামি বলেন, ‘যখন আপনি রান করেন এবং উইকেট পান, তখন সবাই আপনার সঙ্গে থাকে। কিন্তু কঠিন সময়গুলোতে বুঝতে হয়, সত্যি কারা আপনার পাশে আছে। আমি এক বছর অপেক্ষা করেছি এবং কঠোর পরিশ্রম করেছি। সেই সময় দৌড়াতে পর্যন্ত ভয় পেতাম।’

তবে তিনি যোগ করেন, এই ধরনের আঘাত এবং পুনর্বাসন খেলোয়াড়দের মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলে। ‘যে কোন খেলোয়াড়ের জন্য, আঘাতের পর মাঠে ফিরতে কঠিন। তবে এ ধরনের অভিজ্ঞতা একজন অ্যাথলেটকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলে। যখন আপনি পুনর্বাসনের জন্য ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) যান এবং তারপর মাঠে ফিরেন, তখন মানসিক দৃঢ়তা প্রয়োজন। যা ঘটে গেছে, তা অতীত। আমি সেই সময় পেরিয়ে এসেছি। কঠোর পরিশ্রম করলে ফল পাওয়া যায়, আমি বিশ্বাস করি।’

শামি বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন।

এছাড়া, শামি আরও বলেন, আত্মবিশ্বাস ও আত্মবিশ্বাসের গুরুত্ব সম্পর্কেও। ‘যা কিছুই হোক, সেটা কাইট উড়ানো, বোলিং করা বা গাড়ি চালানো, যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, তাহলে মনে হয় না কোনো কিছুতেই পার্থক্য হবে। দেখুন, ১৫ বছর পরও আমি কাইট উড়াতে পারি। তাই আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ।’

 

সর্বশেষ - জেলার খবর