নিজস্ব প্রতিবেদক :
সব জল্পনা-কল্পনা ছাপিয়ে আগামী ৪ সেপ্টেম্বর নতুন গঠনতন্ত্রেই হতে যাচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নির্বাচন। দীর্ঘদিন ধরে ভঙ্গুর হয়ে পড়া ক্রিকেটারদের এই সংগঠনকে এবার ঢেলে সাজাতেই এমন পরিকল্পনা বর্তমান খেলোয়াড়দের।
বর্তমান ক্রিকেটার থেকেই নেতৃত্ব খুঁজে নিতে চান তারা। আসন্ন নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করেছে সংগঠনটি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এ ছাড়াও মেম্বারশিপ কমিটিতে থাকছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যানেজার নাসির উদ্দিন আহমেদ নাসু ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। খুব শিগগির নির্বাচন ঘিরে নমিনেশন ফরম বিক্রির কার্যক্রম শুরু করা হবে নিশ্চিত করেছেন বর্তমান এডহক কমিটির প্রধান সেলিম শাহেদ।
নির্বাচন সামনে রেখে সোমবার (০৪ আগস্ট) মিরপুরে ক্রিকেটারদের নিয়ে বৈঠকে বসেছিলেন কোয়াবের এডহক কমিটির সদস্যরা। সেখানে আসন্ন নির্বাচনের সময় সূচি ও কোয়াবের জন্য স্থায়ী ঠিকানার বিষয়ে আলোচনা হয়। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের মিডিয়া প্লাজার পাশেই অফিস চালুর অনুমোদন পেয়েছে কোয়াব। জাতীয় ক্রীড়া সংস্থার (এনএসসি) থেকে এই অনুমোদন পায় তারা। তথ্যটি নিশ্চিত করে এনএসসিকে ধন্যবাদ জানান বর্তমান এডহক কমিটি প্রধান,‘এই অফিস চালুর মধ্য দিয়ে যেসব ক্রিকেটার খেলার পর অন্যপেশা বেছে নেবেন, তাদের জন্য নানা কর্মশালার ব্যবস্থা করবে কোয়াব।’
তবে নির্বাচন যে নতুন গঠনতন্ত্রেই হচ্ছে সেটা জানিয়ে তিনি বলেন, ‘ভোটাধিকার যেটা আমাদের ইজিএম হয়েছিল জুলাইয়ের ১৫ তারিখে, সেটার আলোকেই সেভাবেই থাকবে।’
অর্থাৎ বর্তমান জাতীয় দল, প্রথম শ্রেণির বাইরে কেউ ভোট দিতে পারবেন না, যদি না তিনি এক কালীন ফি দিয়ে ভোটার না হন। বিষয়টি আবারও নিশ্চিত করেন সেলিম শাহেদ, ‘এখানে লাইফ মেম্বার কিন্তু যে কেউ হতে পারবে। লাইফ মেম্বার যারাই সিসিডিএম-এর রেজিস্টার্ড খেলোয়াড়; সবাই হতে পারে। সুতরাং অপশন কিন্তু ওপেন।’
নির্বাচনে প্রার্থী হচ্ছেন কে সে প্রশ্নই এখন আলোচনায়। বিভিন্ন সূত্র বলছেন, সভাপতি পদে লড়াইতে দেখা যাবে তামিম ইকবালকে। যদিও বিষয়টি পরিষ্কার করেননি খেলোয়াড়দের প্রতিনিধি মোহাম্মদ মিঠুন, ‘আমরা আসলে স্পেসিফিক কোনো নাম আপনাদেরকে বলতে পারবো না। কারণ, আমাদের মধ্যে এখনও আলোচনা চলছে। এটা যে কেউ হতে পারে। নেতা এমন হওয়া উচিত যে সবাইকে নিয়ে চিন্তা করে।’ আপাতত এমন কেউ হতে পারেন তামিমই। সেটাই শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমেও।