চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ যুবকের নিহতের ঘটনা ঘটেছে।
শনিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে মো. আকিব (১৮), একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে জনি (১৬), ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (১৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হন। সড়কে লাশ দেখে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে।
কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলমগীর জানান, বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে বলে জানান তিনি।