রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

অতিরিক্ত আইজিপি হলেন ১৪ ডিআইজি

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

পুলিশের বড় পদোন্নতি হয়েছে। এবার অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ১৪ ডিআইজিকে পদোন্নতি দেওয়া হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে চারজন নিয়মিত ও দশজন সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি পেয়েছেন।

যাদের পদোন্নতি দেয়া হয়েছে তারা হলেন, পুলিশ সদর দপ্তরের খন্দকার লুৎফুল কবির, মো. তওফিক মাহবুব চৌধুরী, এন্টি টেররিজমের ইউনিটের মোহা. আবদুল আলীম মাহমুদ, হাইওয়ে পুলিশের মো. মাসুদুর রহমান ভূঞা।

সুপারনিউমারারি হিসেবে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, পুলিশ টেলিকমের এ কে এম শহিদুর রহমান, কমান্ড্যান্ট ট্রেনিং ড্রাইভিং স্কুলের মো. ময়নুল ইসলাম, স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়নের গোলাম কিবরিয়া, ঢাকা মহানগর পুলিশের কৃষ্ণ পদ রায়, এ কে এম হাফিজ আক্তার, ড. খ. মহিদ উদ্দিন, অপরাধ তদন্ত বিভাগের কুসুম দেওয়ান, পুলিশ টেলিকমের বশির আহম্মদ, সদর দপ্তরের মো. আনোয়ার হোসেন, রংপুর রেঞ্জের মো. আবদুল বাতেন।

সর্বশেষ - জেলার খবর