নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বিভিন্ন স্থানে নিয়ম নীতির তোয়াক্কা না করে রাস্তার জায়গা দখল করে অনেকে গড়ে তুলছেন স্থাপনা৷ এসব স্থাপনা উচ্ছেদে চলছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও নগর কর্তৃপক্ষের অভিযান৷
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর খিলক্ষেত নামাপাড়া এলাকায় অভিযান চালায় রাজউক। বেশ কয়েকটি নির্মাণাধীন ভবনে অনিয়ম পাওয়া যায় অভিযানের সময়৷
সরেজমিনে দেখা যায়, পেছনে চলছে আবাসিক ভবন নির্মাণের কাজ, কিন্তু তার আগেই সামনে গড়ে তোলা হয়েছে বাণিজ্যিক স্থাপনা৷ তাও আবার রাস্তার জায়গা দখল করে৷ দুপাশের দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এক্সাভেটর দিয়ে গুড়িয়ে দেয় রাজউক৷
রাস্তা দখল করতে বাড়ানো হয়েছে ছাদের অংশ, আবার কেউ কংক্রিট বাড়িয়ে দিয়ে জায়গা বৃদ্ধির চেষ্টা করেছেন৷ অনেকে রাস্তার অপরেই তুলেছেন টিনের বেড়া৷
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম এহছানুল মামুন বলেন, ‘অবৈধ বাণিজ্যিক ব্যবহার আমরা বন্ধ করবো। যতবার প্রয়োজন হয় ততবার ব্যবস্থা নেব। এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স।’
এদিকে, মিরপুর ২ এর রূপনগর আবাসিক এলাকার বিভিন্ন রাস্তায় অবৈধভাবে নির্মিত গেটগুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সড়কে চলাচলের রাস্তা দখল করে অবৈধভাবে এসব প্রবেশদ্বার বানানো হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট৷
অন্যদিকে, ইমারত নির্মাণ আইন লঙ্ঘন ও নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ বন্ধে নারায়ণগঞ্জে চতুর্থ দিনের অভিযান পরিচালনা করেছে রাজউক। রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো মদিনা নগর এলাকায় নির্মাণাধীন চারটি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভেঙে ফেলা হয় অবৈধ অংশ৷ পাশাপাশি প্রতিটি ভবনের বিদ্যুৎ সংযোগ লাইন বিচ্ছিন্ন করা হয়, জব্দ করা হয়েছে মিটার৷