সাতক্ষীরা প্রতিনিধি:
নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমদানি -রপ্তানি বন্ধ হলে ক্ষতিগ্রস্ত আমরা একাই হবো না, ভারতও হবে।
শনিবার সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় উপদেষ্টা আরো বলেন, পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী আমরা দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম ব্যবসায়ীক কেন্দ্র ভারতের জন্য। ভারত কি আমাদের বিনা পয়সায় দেয়। টাকার বিনিময়ে দেয়। বন্ধ করে দেয় দিক। গরু তো বন্ধ করে ছিলো। তো আমরা কী গরু খাই না? বন্ধ যদি ওনারা করতে চায়, সেটা তাদের ব্যাপার। তারা বন্ধ করলে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, দুই দেশের ব্যবসা-বাণিজ্যের সঙ্গে লাখ লাখ লোক জড়িত। রাজনৈতিক অবরোধ মাঝে মধ্যে দুই পাশেই হয়ে থাকে। এ কারণে এক-দুই দিন সমস্যা হতে পারে। ভারতীয় ব্যবসায়ীরা এটা মেনে নেবে না। তারা এতো বড় বাজার নষ্ট করতে চাইবে না। তাই এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই।
ভারতীয় মিডিয়ায় অপপ্রচার সম্পর্কে তিনি বলেন, তারা যে অপপ্রচার চালাচ্ছে, তাতে আমাদের চেয়ে তাদের ক্ষতি হচ্ছে বেশি। বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকতে চায়। ভারতের মিডিয়া যা করছে সেটি তাদের টিআরপি বাড়ানো জন্য করছে। অপপ্রচারের কারণে বাংলাদেশের জনগণ ভারতের বিপক্ষে বেশি দাঁড়াচ্ছে। তাতে আমাদের কোনো ক্ষতি নেই।
জাতীয় ঐক্যের ব্যাপারে সাখাওয়াত হোসেন বলেন, রাজনৈতিক দলগুলোই সরকার গঠন করবে। তবে স্বাধীনতার ৫২ বছরে সব রাজনৈতিক দল কোনো সময়ে এক টেবিলে বসেনি। এই সংকটকালীন সময়ে সব দল একসাথে বসেছে। এমনকি ধর্মীয় নেতারা বসেছে। আশা করি আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও সংকটকালীন সময়ে এই ধারাবাহিকতা বজায় রাখবেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, ভোমরা সিএন্ডএফ এজেন্টের সভাপতি আবু হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান প্রমুখ।