বুধবার , ১৩ মার্চ ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ঈদ-নববর্ষ পাশাপাশি, ছুটি মিলতে পারে ৬ দিনের

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৩, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সুখবর পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। টানা ছয়দিন ছুটি মিলতে পারে তাদের। তবে সেক্ষেত্রে রোজা হতে হবে ২৯টি। এ ছাড়া ঈদের ছুটির সঙ্গে যুক্ত হবে নববর্ষের ছুটি।

১১ মার্চ দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ১২ মার্চ (মঙ্গলবার) শুরু হয়েছে রমজান মাস। মাসটি ৩০ দিন পূর্ণ হলে ঈদুল ফিতর পালন করতে হবে ১১ এপ্রিল এবং রমজান মাস ২৯ দিন হলে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল।

ঈদের দিন সাধারণ ছুটিতে থাকে দেশ। এ ছাড়া নির্বাহী আদেশে ঈদের আগের ও পরের দিন ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মচারীরা।

সে হিসেবে ঈদ ১১ এপ্রিল হলে ক্যালেন্ডার অনুযায়ী ওইদিন বৃহস্পতিবার। সেক্ষেত্রে ঈদের আগের দিন বুধবার এবং পরের দিন শুক্রবার ছুটি হবে ঈদের। ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। ১৪ এপ্রিল (রবিবার) নববর্ষের সরকারি ছুটিতে থাকবে দেশ। এতে ঈদ ও নববর্ষের মিলে টানা পাঁচ দিনের ছুটিতে যাবে দেশ।

এদিকে রমজান মাস ২৯ দিন হলে ঈদ অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল বুধবার। সেক্ষেত্রে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঈদের ছুটি। পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং রবিবার নববর্ষের ছুটি হবে। এতে টানা ছয় দিনের ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।

সর্বশেষ - জাতীয়