মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

উৎপাদক থেকে পাইকার সবার জন্য আসছে অ্যাপ: টিটু

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৯, ২০২৪ ১০:২২ অপরাহ্ণ


টাঙ্গাইল প্রতিনিধি:

বাজারে সাধারণ ক্রেতা যেন হয়রানির শিকার না হন সেজন্য উৎপাদক থেকে শুরু করে পাইকারি এবং খুচরা বিক্রেতাদের জন্য শিগগির অ্যাপস দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বললেন, মধ্যস্বত্বভোগী না রাখতে এবং কারা পণ্য পাইকারি ও খুচরা দরে কেনাবেচা করছে তা নজরদারিতে এই অ্যাপ চালু করা হবে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ (পার্ক বাজার) বাজার মনিটরিংয়ে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, জেলা প্রশাসকদের মাধ্যমে লাইসেন্সের ব্যবস্থা করে দেওয়া হবে। কোন পণ্য কারা পাইকারি দলে বিক্রি করবে, কত পণ্য বাজারে এলো এগুলো খোঁজখবর রাখা হবে। যাতে কেউ হঠাৎ করে দাম বাড়াতে না পারে।

বাজার স্থিতিশীল রাখতে রমজান পরবর্তী পরিকল্পনা কী, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাজারে পণ্য সরবরাহ যদি ঠিক থাকে, তাহলে মূল্যও নিয়ন্ত্রণে থাকে। বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে টিসিবিকে আরও শক্তিশালী করা হবে। আমদানি করা পণ্য টিসিবির মাধ্যমে বাজারে দিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশে সরকার নির্ধারিত মূল্যে ব্যবসায়ীরা পণ্য বিক্রি করছেন। কিছু জায়গায় তার কমেও বিক্রি হচ্ছে। রমজানে বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই।

বাজার মনিটরিংয়ে ভোক্তা অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, কোনো কিছুতে অভিযান মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। এটা আমাদের উদ্দেশ্য না। এর উদ্দেশ্য হলে সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি কেউ যেন মজুদ করতে না পারে এবং সাপ্লাই চেইন যেন ঠিক থাকে তা নজরদারী করা।

বাজার মনিটরিংয়ে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ সরকারি কর্মকর্তারা।

সর্বশেষ - জাতীয়