বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

এনইআইআর পদ্ধতি চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

এনইআইআর পদ্ধতি চালুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁও বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। এসময় ব্যবসায়ীরা এনিআইআর স্থগিতদের দাবি জানায়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৪টায় এ হামলার ঘটনা ঘটে।

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর)। এনইআইআর পদ্ধতির বিরোধিতা করে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছিলেন মোবাইল হ্যান্ডসেটের ব্যবসায়ীরা।

কর ফাঁকি বন্ধের পাশাপাশি নিম্নমানের ফোন দেশে ঢোকা বন্ধ করতে সরকার হ্যান্ডসেট নিবন্ধনে এনইআইআর পদ্ধতি কার্যকরের উদ্যোগ নেয়। এনইআইআর চালু হলে দেশে অবৈধ পথে আসা ফোনগুলো আর ব্যবহার করা যাবে না। পাশাপাশি বন্ধ হয়ে যাবে অবৈধভাবে বিদেশ থেকে নিয়ে আসা পুরনো ফোনের ব্যবসাও।

এরআগে ৭ ডিসেম্বর বিটিআরসি কার্যালয় ঘেরাও করেন মোবাইল ব্যবয়ীরা। দিনভর সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। পরে এনইআইআর চালুর দিনক্ষণ ১৫ দিন পিছিয়ে ১ জানুয়ারি করার ঘোষণা দেয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

‎‎এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বাহির থেকে আসা কিছু মোবাইল ব্যবসায়ী আন্দোলন করে বিটিআরসি ভবনে ভাঙচুর করেছে। এ সময় আমরা ও সেনাবাহিনী মিলে কয়েকজনকে গ্রেফতার করেছি। তবে, এদের মধ্যে যারা জড়িত তাদের যাচাইবাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ - জেলার খবর