টাঙ্গাইল প্রতিনিধি :
এবারের নির্বাচনে নানা গুঞ্জন উপেক্ষা করে ভোটাররা খুবই উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছে। এবারের নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখবে।
এবারের নির্বাচন ইতিহাসের নতুন অধ্যয় সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন-বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় টাঙ্গাইলের ধনবাড়ীর তার নিজ গ্রাম মুশুদ্দি খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন মন্ত্রী।
এ সময় তিনি সকল ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। ভোটাররা শান্তিপূর্ণভাবে কেন্দ্রে ভোট দিচ্ছেন বলে সাধারণ ভোটাররা জানান। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশ ও আনসার সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘ টানা ১৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে। আজ কে ভোটের মাধ্যমে জনগণের রায়ে আবারো আওয়ামী লীগ সরকার গঠন করবে।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা সহ অন্যরা উপস্থিত ছিলেন। তবে এখন পর্যন্তও টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী ১ আসনের কোন ভোট কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।