শনিবার , ২১ জুন ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

‘এমপিও না দিলে লাশ হয়ে ফিরব’: ননএমপিও শিক্ষকদের হুঁশিয়ারি

প্রতিবেদক
Newsdesk
জুন ২১, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত না করলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ‘সম্মিলিত ননএমপিও ঐক্য পরিষদ’-এর নেতারা। শনিবার (২১ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক মাওলানা ফরহাদ হোসেন তালুকদার বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল রোববার কাফনের কাপড় পরে রাজপথে অবস্থান নেব। সরকারকে জানিয়ে দিতে চাই—আমরা এই কাপড় সঙ্গে এনেছি। হয় এমপিও দেবেন, না হলে আমরা লাশ হয়ে বাড়ি ফিরব।”

তিনি আরও বলেন, “আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর কোনো বিকল্প নেই, দূর্বার আন্দোলনই এখন একমাত্র পথ। আগামীকাল সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের প্রতিটি অলিগলি যেন ননএমপিও শিক্ষক-কর্মচারীদের জমায়েতে পরিণত হয়।”

ফরহাদ হোসেন অভিযোগ করেন, “মে মাস পেরিয়ে জুন মাসও শেষের পথে, কিন্তু এখনো এমপিও বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা তিনদিনের আল্টিমেটাম দিয়েছিলাম, যা গত বুধবার শেষ হয়েছে। কিন্তু সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া পাইনি।”

শনিবার সকাল ১০টা থেকে প্রায় শতাধিক শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। তারা বলেন, ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের ন্যূনতম বেতন নিশ্চিত করা রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।

নেতারা বলেন, “বর্তমানে যত আন্দোলনরত পেশাজীবী সংগঠন রয়েছে, তাদের সকল দাবির মধ্যে আমাদের দাবি সবচেয়ে যৌক্তিক ও মানবিক। সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।”

পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাত থেকেই তারা লাগাতার কর্মসূচিতে অবস্থান নেবেন।

সর্বশেষ - রাজনীতি