নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. জাফর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার বেলা ৩টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
পুলিশ কর্মকর্তা তালেবুর বলেন, এমপি জাফর আলমের বিরুদ্ধে হত্যাসহ আটটি মামলা রয়েছে।
প্রসঙ্গ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম নৌকা প্রতীকে প্রথমবার এমপি নির্বাচিত হন ২০১৮ সালে। ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে পরাজিত হন তিনি।