নিজস্ব প্রতিবেদক :
পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকারীরা রোববার (১৪ জুলাই) রাতে যে ধরনের স্লোগান দিয়েছে, তা সরকারবিরোধী কোনো স্লোগান নয় বরং রাষ্ট্রবিরোধী স্লোগান। এমনকি প্রধানমন্ত্রীবিরোধী স্লোগান।
সোমবার (১৫ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা স্পষ্ট যে কোটা আন্দোলনের মধ্যে রাষ্ট্রবিরোধী ও সরকারবিরোধীরা প্রবেশ করেছে।
তিনি বলেন, এটাকে কোটা সংস্কার আন্দোলন নয় বরং রাষ্ট্রবিরোধী আন্দোলনে রূপ দেয়া হয়েছে এবং কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার কারা হচ্ছে। এ আন্দোলনে বিএনপি ও জামায়াত ইন্ধন দিচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশকে কোনোভাবেই অস্থিতিশীল হতে দেয়া হবে না। কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে খেলতে দেয়া হবে না।