মঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫ | ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

খালেদা জিয়ার মৃত্যুতে গুলশান কার্যালয়ে খোলা হয়েছে শোক বই

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৩০, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারেরা স্বাক্ষর করছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ৩টার দিকে এই শোকবই খোলা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বেলা ৩টার দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে আসেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে তিনি শোকবইয়ে স্বাক্ষর করেন।

এরপরে আসেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। তিনিও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। শোকবইয়ে স্বাক্ষর করেন।

বেলা ৩টা ১৫ মিনিটের দিকে তারেক রহমান গুলশানের কার্যালয় থেকে বেরিয়ে যান। এরপর শোকবইয়ে স্বাক্ষর করতে আসেন সুইডেন, নেদারল্যান্ডস ও ইরান দূতাবাসের প্রতিনিধিরা।

বেলা ৩টা ৪০ মিনিটের দিকে গুলশানের এই কার্যালয়ে এসে শোকবইয়ে স্বাক্ষর করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে রাত ৯টা এবং বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সই করা যাবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ - জেলার খবর