নিজস্ব প্রতিবেদক :
ঘুষকাণ্ডে জড়িত পটুয়াখালীর সেই পিপির আইনজীবী সনদ স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। একই সঙ্গে শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত আরেক আইনজীবীর বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বার কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি সাংবাদিকদের জানান বার কাউন্সিল নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পটুয়াখালী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রুহুল আমিন একজন বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে প্রাথমিকভাবে দোষী প্রমাণিত হওয়ায় তার আইনজীবী সনদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে দুই শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে বার কাউন্সিলভুক্ত আইনজীবী ওমর শোয়েবের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে নির্বাহী কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত প্রতিবেদন পরবর্তী কাউন্সিল সভায় দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই জরুরি সভায় সিদ্ধান্তগুলো গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নির্বাহী কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মো. রুহুল কুদ্দুস (কাজল), ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এএসএম বদরুল আনোয়ার, হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট এ.এম. মাহবুব উদ্দিন খোকন, হাউস কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, ল রিফর্ম কমিটির চেয়ারম্যান এডভোকেট কাজী এনায়েত হোসেন, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান এডভোকেট মো. মাইনুল আহসান, রিলিফ কমিটির চেয়ারম্যান এডভোকেট মো. শফিকুল ইসলাম, কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আব্দুল মতিন, বার কাউন্সিলের সদস্য সিনিয়র অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান ও এডভোকেট মো. নজরুল ইসলাম খান।